আমরা নির্বাচনে যাব : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তাঁর দল অংশ নেবে। সেই নির্বাচনে যারা জয়ী হবে, তারাই ক্ষমতায় আসবে। কিন্তু জোর করে ক্ষমতায় থাকার চক্রান্ত মেনে নেওয়া হবে না।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নিউমার্কেট থানার আহ্বায়ক কমিটির সদস্য মরহুম আবু জাফর সন্তোষের স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন মির্জা আব্বাস।
মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।
মির্জা আব্বাস তাঁর বক্তব্যে বলেন, ‘এই সরকারকে হটাতে হবে। ক্ষমতায় কে আসবে আমার জানার দরকার নাই।’
‘আমরা নির্বাচনে যাব। নির্বাচনে যাওয়ার পরে যারা জয়লাভ করবে, তারা সরকারে আসবে। কিন্তু জবরদস্তিমূলকভাবে সরকার টিকে থাকতে হবে, যেই সরকারের মনোবৃত্তি এমন, তার সরকারে থাকার কোনো অধিকার নাই।’