রায়পুরায় সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ীতে দুই দল গ্রামবাসীর মধ্যে চলা সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে বাঁশগাড়ীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সংঘর্ষের ঘটনায় নিহত ফারদিন মিয়া (২০) বাঁশগাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান শাহেদ সরকারের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে আজ দুপুর ১২টার দিকে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দুই দলই টেটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে এলাকার ১০টি ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে ফারদিন নিহত হন। এ ছাড়া গুলি ও টেটাবিদ্ধ হয়ে অন্তত ২৫ জন আহত হয়েছে।
আহতদের নরসিংদী সদর ও জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম সরকার বলেন, সংঘর্ষের ঘটনাটি জানতে পেরে পুলিশ সেখানে যায়। ৫৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও ফাঁকা গুলি করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এ বিষয়ে রায়পুরার ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ বলেন, অধিপত্য বিস্তার নিয়ে চলা ওই সংঘর্ষের পর বাঁশগাড়ী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।