বরিশালে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলে নিহত

প্রতীকী ছবি
বরিশালের মেহেন্দীগঞ্জে উপজেলায় কালাবদর নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। এছাড়া আরো দুই জেলে আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে।
নিহত জেলেরা হলেন মেহেন্দীগঞ্জের গারুড়িয়ার বাদল আকনের ছেলে মারজান (৪৫) ও একই এলাকার ইমাম খানের ছেলে ইউসুফ (৩৮)।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, বিকেলে জেলে মারজান ও তাঁর দুই ভাই এবং প্রতিবেশী ইউসুফ কালাবদর নদীতে মাছ ধরতে গেলে বজ্রপাতে দুজন নিহত হন। একই সঙ্গে মারজানের দুই ভাই ইব্রাহিম ও নিজাম গুরুতর আহত হন। আহত দুজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।