‘আমরাও কম চালাক না’

কোনো চালাকি করে কেউ দায়মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) প্রতিনিধি ডেভিড জে ইটনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন সংস্থাটির চেয়ারম্যান।
সম্প্রতি দুদক থেকে এফবিআইয়ের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে দুদক চেয়ারম্যান জানান, জঙ্গি অর্থায়ন ও আন্তদেশীয় মানি লন্ডারিং প্রতিরোধে দুদকের সঙ্গে একযোগে কাজ করবে এফবিআই। তিনি জানান, আন্তদেশীয় মানিলন্ডারিং প্রতিরোধে ইতিমধ্যেই কমিশন কাজ শুরু করেছে। দুর্নীতির অভিযোগ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
‘দায়মুক্তি নেওয়ার জন্য কোনো কোনো ব্যক্তি তারা নিজেরাই নিজেদের নামে দুর্নীতির অভিযোগ করে। এটা হাস্যকর। বাট ইট ইজ হ্যাপেনিং (এটা হচ্ছে)। এটা ভেরি ইন্টারেস্টিং (খুব আগ্রহ উদ্দীপক)’, বলেন দুদক চেয়ারম্যান।
‘তো আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে জানাইতে চাই যে, আমরাও কম চালাক না। আমরাও আপনাদের এই চালাকি ধরতে পারব। চিন্তার কোনো কারণ নাই। ক্লিন স্টেট ওইভাবে পাবেন না কেউই’, যোগ করেন ইকবাল মাহমুদ।