খুলনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ৬

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে ডুমুরিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হচ্ছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—রওশন শেখ (৭২), শেখ আবদুর রহিম (৬৮), শামছুর রহমান (৮২), শাহাজাহান সরদার (৬৭), আবদুল করিম শেখ (৬৫) ও আবু বকর সরদার (৬৭)।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, গ্রেপ্তার হওয়া ওই ছয় ব্যক্তির বিরুদ্ধে ফুলতলা থানায় মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে। তাঁরা ডুমুরিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।
আবদুর রশিদ আরো জানান, গ্রেপ্তার ব্যক্তিদের ডিবির কার্যালয়ে নেওয়ার পর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে।