নাশকতার মামলায় বিএনপি-ছাত্রদলের তিনজন গ্রেপ্তার

নাশকতার মামলায় বাগেরহাটের মোংলা উপজেলায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার চিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস শেখ, ওই ওয়ার্ড কমিটির সদস্য মো. আজাদ ও ছাত্রদল কর্মী মিঠু ফকির।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, আজ সকালে উপজেলার চিলা ইউনিয়নের বৈদমারী বাজার থেকে মিঠু ফকির, গাববুনিয়া এলাকা থেকে ইদ্রিস শেখ ও মো. আজাদকে আটক করা হয়। তাঁরা সেখানে নাশকতার সৃষ্টির পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন।
ওসি বলেন, আজ দুপুরে ওই তিন নেতাকর্মীসহ একাধিক আসামির নামে বিশেষ ক্ষমতা আইনে মোংলা থানায় নাশকতার মামলা করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরে তাঁদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।