হাওরে বন্যার জন্য ভারত দায়ী : মির্জা ফখরুল

হাওরে অকাল বন্যার জন্য ভারতকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত তার সুবিধামতো পানি ছেড়ে দিচ্ছে, আবার প্রয়োজনে পানি আটকাচ্ছে। পানির ন্যায্য হিস্যা চাওয়া ভারত বিরোধী নয় বলেও উল্লেখ করেন তিনি।
আজ বুধবার সকালে রাজধানী আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গবেষণা সেল ‘মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ’ সংকলিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন শেষে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে হাওরে পানির ঢল নেমে আসছে, কোত্থেকে আসছে? উজান থেকে আসছে। সেখানে বাঁধ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। কোনো প্রকল্প নেই আমাদের এদিকে। তারা (ভারত) বাঁধ দিয়ে যখন বেশি বৃষ্টি হয় ছেড়ে দেয়, আমরা সব ডুবে যাই, তলিয়ে যাই। এটা তো হতে পারে না।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আন্তর্জাতিক আইন আছে এই অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে, সেটা আমরা চাই। অবিলম্বে তার ওপর চুক্তি হোক। এটার জন্য প্রয়োজনে সরকার করুক, আমরা ন্যায্য হিস্যাটা চাই। পানির পাওনার কথা বললেই আমি ভারতবিরোধী হয়ে গেলাম? আমি কখনই ভারতবিরোধী নই। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই। আমার অধিকার যা, যদি হরণ করে নেওয়া হয়, আমার নেতৃত্ব যদি সে অধিকার রক্ষা করতে না পারে, তার সমালোচনা তো আমি অবশ্যই করব।’
আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন চাই, অন্য কোনোভাবে না। কিন্তু সেই নির্বাচন করার জন্য তো ক্ষেত্র তৈরি করতে হবে। জনসভা করার জন্য অনুমতি দেওয়া হবে না, র্যালি করার জন্য অনুমতি দেওয়া হবে না। নির্বাচন হতে হবে অবশ্যই একটি নিরপেক্ষ, সহায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়।’
নাশকতার মামলায় গাইবান্ধায় দলের নেতাকর্মীদের সাজার রায় প্রসঙ্গে বিএনপি মহাসচিব অভিযোগ করেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে সরকার।