অভিন্ন নদীর পানিবণ্টনে জাতিসংঘকে যুক্ত করার দাবি ফখরুলের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/04/19/photo-1492592309.jpg)
ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি আদায়ে জাতিসংঘকে সম্পৃক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব। ‘বাংলাদেশ-ভারত অপ্রকাশিত প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি’ শিরোনামে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কয়েক দিন আগে প্রধানমন্ত্রী ভারত থেকে ঘুরে এসে বলেছেন, পানি মাঙ্গা ইলেকট্রিসিটি মিলা, কুচ তো মিলা। আমাদের অবস্থা দাঁড়িয়েছে এখন কুচ মিলা তো মিলার জায়গায়। অবিলম্বে তিস্তা নদীর পানিসহ ৫৮টি অভিন্ন নদীর পানির হিস্যা পাওয়ার জন্য জাতিসংঘে এটা তুলে ধরুন। এবং এ সমস্যা সমাধানে জাতিসংঘকে যুক্ত করুন।’
বিএনপির মহাসচিব আরো বলেন, সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বলেই জনগণের স্বার্থের দিকে নজর নেই। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্দলীয় সরকারের নির্বাচনের বিকল্প নেই।
হাওরের দুর্যোগের কথা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ভারত ইচ্ছামতো পানি নিয়ন্ত্রণ করছে। আর এ কারণেই অসময়ে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ।