পুলিশের দাবি
বৈঠক থেকে ২ জামায়াতকর্মী আটক, গানপাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা স্কুল থেকে গতকাল রাতে পুলিশ দুই জামায়াতকর্মীকে আটক করেছে। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা স্কুল থেকে পুলিশ দুই জামায়াতকর্মীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গানপাউডার ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের হোসেন আহম্মেদ দাবি করেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নয়াগোলা স্কুলে গোপন বৈঠক করার সময় পুলিশ অভিযান চালায়।
এ সময় পৌর এলাকার চরমোহানপুর এলাকার কবিরুল ইসলাম ও শহরের হুজরাপুর এলাকার আইয়ুব আলীকে আটক করা হয়।
ওসি আরো দাবি করেন, আটকদের কাছ থেকে গানপাউডার উদ্ধার করা হয়েছে। অভিযানকালে বৈঠকে থাকা ১৭-১৮ জন জামায়াতকর্মী পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে নাশকতার মমলা রয়েছে।