পাটক্ষেত থেকে উদ্ধার ৩৫ তাজা ককটেল

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আজ একটি পাটক্ষেত থেকে ৩৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এনটিভির পুরোনো ছবি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আন্ধারমানিক এলাকার একটি পাটক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে আন্ধারমানিক বাজারের পূর্ব পাশে একটি পাটক্ষেতে বালতিতে থাকা ককটেলগুলো উদ্ধার করে নড়িয়া থানার পুলিশ।
এ ঘটনায় এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে পাটক্ষেতের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল বোমাগুলো উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, নাশকতা ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলগুলো ফেলে রেখে চলে যায়।’