বিএনপি সমর্থক জনপ্রতিনিধিদের এলাকা ছাড়া করা হচ্ছে

‘বিএনপি সমর্থক স্থানীয় সরকার প্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিচ্ছে সরকার। তাঁদের এলাকা ছাড়া করা হচ্ছে। এসব অপতৎপরতা স্থানীয় সরকার ব্যবস্থাকে দূর্বল করবে।’
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করে সরকার বিরোধী দল ধ্বংসের চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে যাঁরা বিএনপি সমর্থক তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা দিয়ে, এলাকা ছাড়া করা হচ্ছে। প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে প্রতিহিংসাবশত অনেককে পদচ্যুত করা হচ্ছে। এসব অপতৎপরতা স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করবে।’
আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হলে দেশে গণতন্ত্র টিকে থাকতে পারে না।’ এর মাধ্যমে জনগণের রায়কে অসম্মান করা হচ্ছে বলেও মন্তব্য করেন রিপন।