মানবতাবিরোধী অপরাধের মামলার ২ আসামি গ্রেপ্তার

নড়াইলে গতকাল রাতে মানবতাবিরোধী অপরাধের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
নড়াইলে মানবতাবিরোধী অপরাধের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন গোলজার হোসেন খান (৭০) ও দাউদ শেখ (৬৮)।
গোলজার হোসেনের বাড়ি সদর উপজেলার শেখহাটি গ্রামে। আর দাউদ শেখের বাড়ি লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ডিবি পুলিশের সহায়তায় গত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশেষ ক্ষমতা আইনে ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর মামলা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।