নড়িয়ায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত ৮

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন মোশারফ হোসেন পেদা (২৬), আবু কালাম ভূঁইয়া (৬৩), রাকিব ভূঁইয়া (১৮), আলমগীর মির্জা (৪০), রফিকুল ইসলাম মাদবর (২৫) ও রবিন ভূঁইয়া। তাঁদের মধ্যে প্রথম পাঁচজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গলায় টেটাবিদ্ধ অবস্থায় রবিনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজনকে নড়িয়ার পার্শ্ববর্তী জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও নড়িয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার মোল্লাকান্দি গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তারেক ভূঁইয়া ও একই গ্রামের ফারুক হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজ বিকেলে ফারুক হাওলাদারের লোকজন তারেক ভূঁইয়ার লোকজনের ওপর হামলা করে। এই খবর শুনে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।