মওদুদের নাইকো মামলা এক সপ্তাহের জন্য স্থগিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার স্থগিতাদেশ এক সপ্তাহ সময় বৃদ্ধি করা হয়েছে।
আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ নির্দেশ দেন। অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসাইন হায়দার।
আদালতে মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, মামলার স্থগিতাদেশ এক সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছে। আগামী রোববার বিষয়টি শুনানির জন্য আবার কার্যতালিকায় আসবে।
গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার মওদুদ আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ওই মামলার বিচার কার্যক্রম ৭ মে পর্যন্ত স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। পরে শুনানি শেষে গত ১২ এপ্রিল মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।
গত বছরের ১ ডিসেম্বর মওদুদের করা এক ফৌজদারি রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ মওদুদের নাইকো মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন।
এর আগে মওদুদ আহমদ হাইকোর্টে রিভিশন আবেদনে উল্লেখ করেন, নাইকোর সঙ্গে চুক্তির বিষয়টি নাইকো-বাপেক্স ও পেট্রোবাংলার মধ্যে ওয়াশিংটনের সালিশি আদালতে বিচারাধীন আছে। সালিশি আদালত গত বছরে ১৯ জুলাই আদেশ দেন। ওই আদেশে বলা হয়, আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের আদালতে এ মামলার কার্যক্রম স্থগিত থাকবে।
ওয়াশিংটনের সালিশি আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই মামলা চলমান থাকায় ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন মামলাটি স্থগিত চান মওদুদ আহমদ। নিম্ন আদালত গত ১৬ আগস্ট মওদুদের সেই আবেদন খারিজ করে দেন। সেই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন তিনি। আবেদনে ওয়াশিংটনের সালিশি আদালতের আদেশের কপি হাইকোর্টে তলবের আবেদনও করা হয়।