শেরপুরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক আজ শুক্রবার দুপুরে শেরপুর থানা মোড়ে একটি রাস্তার কাজের উদ্বোধন করেন। ছবি : এনটিভি
শেরপুর পৌরসভায় একটি প্রকল্পের রাস্তার উন্নয়নকাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক।
আজ শুক্রবার দুপুরে শেরপুর থানা মোড়ে একটি রাস্তার কাজের উদ্বোধনের মাধ্যমে নগর উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ আতিউর রহমান আতিক। বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবির রুমান ও প্যানেল মেয়র মতিউর রহমান মতি।
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় আজ শুক্রবার থেকে শেরপুর পাবলিক লাইব্রেরির পাশ দিয়ে এতিমখানা পর্যন্ত রাস্তাটির কাজ শুরু হয়েছে।