‘জঙ্গি’ শামীমের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

জঙ্গি সন্দেহে ঝিনাইদহে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার ঝিনাইদহের দুটি থানায় মামলা দুটি করা হয়।
ওই মামলায় আজ মঙ্গলবার বিকেলে শামীমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
শামীম নব্য জেএমবির ঝিনাইদহ অঞ্চলের সমন্বয়ক বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহমেদ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, শামীমের মা সুফিয়া খাতুনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ছেড়ে দেওয়া হয়েছে শামীমের বড় ভাইয়ের স্ত্রীকে।
জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সোমবার দায়ের করা দুই মামলার প্রথমটি করা হয় জেলার মহেশপুর থানায়। এ মামলায় জহিরুল ও তাঁর ছেলে জসিমসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার আরেক মামলায় আসামি করা হয়েছে শামীমসহ অজ্ঞাত তিনজনকে।
মিজানুর রহমান আরো বলেন, মহেশপুরের বজরাপুর গ্রামের ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক জহিরুল ও তাঁর ছেলে জসিমকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।