‘পুলিশের সোর্সকে’ কুপিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলার কোমখালী গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেকজনকেও আহত করেছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জিল্লুর রহমান (৪৫)। আহত হয়েছেন তাঁর সঙ্গী তরিকুল ইসলাম। জিল্লুর রহমান পুলিশের সোর্স ছিলেন বলে স্থানীয়রা দাবি করলেও এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্বজনরা জানায়, শুক্রবার রাতে জিল্লুর ও তরিকুল পাশের গজনগর গ্রাম থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সিঙ্গিয়া কবরস্থানের কাছে দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এলাপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তরিকুল ইসলাম আহত অবস্থায় পালিয়ে রক্ষা পান। পূর্বশত্রুতার জের ধরে জিল্লুরকে হত্যা করা হয়েছে বলে দাবি করে তারা।
নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
জিল্লুর পুলিশের সোর্স ছিলেন কি না জানতে চাইলে বিষয়টি জানা নেই বলে জানান এসআই।