সিলেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, অটোরিকশা চালক নিহত

সিলেট নগরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় নগরীর নয়াসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম আলাল মিয়া (৩৫)। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামের আরমজ আলীর ছেলে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশাচালক আলাল বালাগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিলেট আসেন। যাত্রী নামিয়ে তিনি নয়াসড়ক হয়ে ওসমানী বিমানবন্দর যাচ্ছিলেন। এ সময় চৌহাট্টা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলাল মিয়া নিহত হন।
পরে পুলিশ লাশ উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।