খুঁটির সঙ্গে বাঁধা ছিল নিখোঁজ মাওলানার লাশ
জামালপুরে নিখোঁজের চারদিন পর এক মাওলানার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের মানিকের চর এলাকায় সিমেন্টের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, জামালপুর শহরের সকাল বাজার এলাকার আরাফাত এন্টারপ্রাইজের মালিক আরব-বাংলাদেশ হজ্ব এজেন্সির স্থানীয় প্রতিনিধি মাওলানা আবদুল হক ১১ লাখ টাকা নিয়ে ব্যবসায়িক কাজে শুক্রবার রাতে ইটাইল ইউনিয়নের খলিলের মোড় এলাকায় যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে শনিবার তাঁর স্ত্রী মরিয়ম বেগম জামালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে ইটাইল ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের মানিকের চর এলাকায় সিমেন্টর খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের শ্যালক কাজী গোলাম রব্বানী জানান, মাওলানা আবদুল হক স্ত্রী-সন্তান নিয়ে জামালপুর শহরের কাচারীপাড়ায় বাসা নিয়ে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি ইটাইল ইউনিয়নের মহিশূরা গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনসার আলী জানিয়েছেন, মৃতদেহের পায়জামার পকেটে এক লাখ টাকা পাওয়া গেছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।