টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/03/tungipara_news_1.jpg)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোদিদোকানিকে গ্রেপ্তারের সময় মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রাব্বি মুরসালিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেছেন। মালায় ১০৫ জনের নাম উল্লেখ করে ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
মামলা বিবরণীতে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে উত্তরপাড়া কবিরাজ বাড়ির পাশে সাফায়েত গাজীকে (২৮) দোকান থেকে সরকারবিরোধী লিফলেট বিতরণের অভিযোগে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ সময় কয়েকজন মহিলাসহ এলাকাবাসী এসে বাধা দেয়। এরপর তাঁকে গাড়িতে উঠানোর খবর শুনে কবিরাজ বাড়ি জামে মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে এগিয়ে আসার জন্য মাইকিং করা হয়। তখন তাঁকে আটক করে ওসির গাড়িতে করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। এরপর থানার আরেকটি গাড়ি ঘটনাস্থলে এলে এলাকাবাসী পুলিশের গাড়ি গতিরোধ করে। তখন এলাকাবাসী ও আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। খবর পেয়ে থানার ওসি খোরশেদ আলমসহ অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়ে হামলার শিকার হন। হামলায় টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব, এসআই শরিফুল ইসলাম, এএসআই হাফিজুর রহমান, আব্দুল খালেকসহ ছয় পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় বেআইনি জনতা একত্রিত হয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, আটকের চেষ্টা, অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, সাহায্য ও সহায়তা করা, সরকারি কাজে বাধা প্রদান, আঘাত করে জখম করাসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করায় সন্ত্রাসবিরোধী আইনে সাফায়েত গাজীকে প্রধান আসামি করে ৫০৫ জনের বিরুদ্ধে একটি মামলা করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
এ ঘটনার পর পরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে রাতে সেনাবাহিনীর একটি সাঁজোয়া দল টুঙ্গিপাড়া থানায় যায়। সেখানে তারা সারারাত অবস্থান শেষে আজ সকালে আবার গোপালগঞ্জ ক্যাম্পে ফিরে আসে।
মামলার প্রধান আসামি সাফায়েত গাজীকে আজ বিকেলে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম।