‘বাংলাদেশের মাটিতে আর একদলীয় নির্বাচন হবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘একদলীয় ভাবে আগামী নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে আর একদলীয় নির্বাচন হবে না।’
আজ মঙ্গলবার ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনাসভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।
মওদুদ আহমদ বলেন, ‘নতজানু নীতির কারণে বর্তমান সরকার পানির অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি।’ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করে সরকার অগণতান্ত্রিক শাসন দীর্ঘায়িত করতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষ সরকারের পরিবর্তন চায়।’
মওদুদ আহমদ বলেন, ‘আমরা নির্বাচন করব এবং আন্দোলন করব। আন্দোলন করব এজন্য যদি সমঝোতায় তাঁরা না আসেন তাহলে আন্দোলন করব যাতে করে এমন একটি সরকার নির্বাচনের সময় থাকে যে সরকারের কোনো রাজনৈতিক স্বার্থ থাকবে না।’
মওদুদ আহমদ বলেন, ‘আমরা যে নির্দেশনা দেখিয়েছি আমাদের ভিশনে তাতে আমার মনে হয় আগামী প্রজন্ম সাংঘাতিকভাবে অনুপ্রাণিত হয়েছে। সরকারি দল বললেন, এটা অন্তসারশূন্য। আর এখন বলছেন এটার মধ্যে অনেক কিছু আছে যা আমরা আগে করেছি। অর্থাৎ তাঁরা নার্ভাস হয়েছে।’
এদিকে কামরাঙ্গীরচর থানা মহিলা দলের কর্মী সম্মেলেনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ‘জনবিচ্ছিন্ন হয়ে এখন নির্বাচনকেই ভয় পায় আওয়ামী লীগ।’
আমান উল্লাহ আমান বলেন, ‘নির্বাচনে দেখা যাবে দুই তৃতীয়াংশের বেশি সিট পাবে বিএনপি। তা হবে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে। তাই ষড়যন্ত্র, চক্রান্ত। ভোট দিতে চায় না, খালেদা জিয়াকে মিটিং করতে দিতে চায় না, মিছিল করতে দিতে চায় না।’
নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আমান উল্লাহ আমান।