নির্বাচন থেকে দূরে রাখতেই তল্লাশি : মওদুদ

নির্বাচন থেকে দূরে রাখতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অন্যায়ভাবে তল্লাশি চালিয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এসব করে ক্ষমতাসীনরা আরো জনবিচ্ছিন্ন হয়েছে বলেও জানান তিনি।
আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক অনুষ্ঠানে মওদুদ আহমদ এ কথা বলেন।
মওদুদ বলেন, ‘এই কার্যালয়, পুলিশি হামলা এই বর্তমান স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারের চরিত্রের একটা প্রতিফল তারা দেখিয়েছে। করেছে একটি মাত্র কারণে, যাতে বাংলাদেশে গণতান্ত্রিক কোনো পরিবেশ আর ফিরে না আসে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেন নির্বাচনে না আসে। এসব করে কোনো লাভ হবে না। কারণ, এবার এক দলীয় নির্বাচন করতে দেওয়া হবে না।’
আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগকে এককভাবে করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, খালেদা জিয়ার অফিসে তল্লাশি করে ক্ষমতাসীনরা আরো বেশি জনবিচ্ছিন্ন হয়েছে।