মোটরসাইকেলের ধাক্কায় আ.লীগ নেতা নিহত

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন হবিগঞ্জের এক আওয়ামী লীগ নেতা। আশরাফ আলী নামে ওই নেতা রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আজ সোমবার হবিগঞ্জের লাখাই উপজেলায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী উপজেলার মশাদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ মোটরসাইকেলচালক সাব্বির আহমেদকে আটক করেছে।
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শাহ ফখরুজ্জামান বলেন, সকালের দিকে হবিগঞ্জ-লাখাই সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা জানান, ‘ঘাতক মোটরসাইকেলচালক’কে আটক করা হয়েছে।