মুঠোফোন তুলতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মুঠোফোন তুলতে গিয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম গফুর মিয়া (৩০)। তিনি ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা। আহত হজরত আলী (৩৬) একই এলাকার বাসিন্দা।
প্রতিবেশী ইয়ামিন আলী জানান, ইব্রাহিমপুর গুচ্ছগ্রামে লিটন নামের এক ব্যক্তির বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণকাজ চলছিল। ওই ট্যাংকের ভেতরে গফুরের মুঠোফোন পড়ে গেলে তিনি তা তুলতে নামেন। তাঁকে সাহায্যের জন্য হজরত আলীও নামেন। ট্যাংকের ভেতরে নেমে দুজনই অসুস্থ হয়ে পড়েন। তখন এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।
সদর হাসপাতালের চিকিৎসক শিরিন জেবীন সুমি বলেন, হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে গফুর মিয়া মারা গেছেন। তবে হজরত আলী এখন আশঙ্কামুক্ত।