মাথাভাঙ্গায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে দুই বোন। আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামের মাথাভাঙ্গা নদীতে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম ইয়াসমিন আরা (১০) ও তার ফুফাতো বোন লামিয়া খাতুন (১০)। ইয়াসমিন চুয়াডাঙ্গা শহরের বেলগাছি মুসলিম পাড়ার মো. সান্টু মিয়ার মেয়ে, লামিয়া হারুন অর রশিদের মেয়ে। তারা দুজনেই চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহীন উদ্দীন জানান, পীরপুর গ্রামের ঠান্ডু মিয়ার বাড়িতে আজ সকালে ভাইয়ের মেয়ে ইয়াসমিন ও বোনের মেয়ে লামিয়াকে নিয়ে বেড়াতে আসেন আরেক বোন মাতু খাতুন। দুপুর দেড়টার দিকে ওই দুই শিশু পরিবারের সদস্যদের অলক্ষ্যে বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে।
কিন্তু সাঁতার না জানায় দুজনই পানিতে ডুবে মারা যায়। নদীতে তাদের লাশ ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক আবদুস সালাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মুসলিমপাড়া এলাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয় বলে জানান চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি।