নাইক্ষ্যংছড়ির উপনির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী আ. লীগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/05/23/photo-1495560326.jpg)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চার হাজার ৪৯২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী।
আজ মঙ্গলবার রাত ১০টার পর রিটার্নিং কর্মকর্তা তরুণ কুমার চাকমা এই ফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফল থেকে জানা যায়, ইউপি নির্বাচনে তসলিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুল আলম কোম্পানী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৩৫ ভোট।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন ইউপি চেয়ারম্যান আবু সৈয়দ মারা যাওয়ায় পদটি শূন্য হয়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের নয়টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে ১০ হাজার ৪৪৭ জন। এর মধ্যে পুরুষ পাঁচ হাজার ৪০১ জন এবং নারী পাঁচ হাজার ৪৬ জন। সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো ভোটকেন্দ্রেই দীর্ঘ লাইন চোখে পড়েনি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন ছিল। এ ছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তায় টহলে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।