মুশফিকের বাবার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারার নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বগুড়া জেলা খেলাঘর আসর। ওই সংগঠনের দাবি, মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।
আজ বুধবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা খেলাঘর আসরের সকল সদস্য ও মাটিডালি এলাকার সর্বস্তরের মানুষ। মাহবুব হামিদ তারা বগুড়া জেলা খেলাঘর আসরের সভাপতি।
মানববন্ধনে বক্তারা মাহবুব হামিদ ও তাঁর ভাই পৌর কাউন্সিলর মেজবাহুল হামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।
মাটিডালির আলোচিত স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যার ঘটনায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা ও চাচা পৌর কাউন্সিলর মেজবাহুল হামিদসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। গত ১৬ মে নিহতের বাবা জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইমদাদুল হক বাদী হয়ে সদর থানায় এই মামলা দায়ের করেন।