দামুড়হুদায় গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাওয়ার টিলারের ধাক্কায় সম্রাট হোসেন (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই আহসান হাবীব জানান, সম্রাট বিদ্যালয় থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় দামুড়হুদা থেকে দেউলীর দিকে যাওয়া একটি পাওয়ার টিলার জোরে ধাক্কা দেয়। এতে সম্রাট আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক হুসনে আরা নার্গিস তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, থানার উপপরিদর্শক তপন নন্দী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হাসান ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন।