সরকারের এখতিয়ার নেই, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত : কাদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/05/26/photo-1495790248.jpg)
ন্যায়বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য অপসারণ সম্পূর্ণ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘ভাস্কর্য অপসারণে সরকারের কোনো এখতিয়ার নেই। এটা সুপ্রিম কোর্টের ব্যাপার।’
আজ শুক্রবার সকালে গাজীপুরের চান্দুরায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেনের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় সেতুমন্ত্রী বলেন, বিএনপি আমলের চাইতে অনেক গুণ ভালো গণতন্ত্র এখন বাংলাদেশে আছে। বিএনপির মনের জ্বালা অন্য জায়গায়। সেটা হচ্ছে, শেখ হাসিনা সরকারের নজিরবিহীন উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি আজ হতাশ। আগামী নির্বাচনে জেতার ব্যাপারে তারা (বিএনপি) শঙ্কিত।
ওবায়দুল কাদের আরো জানান, রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে সড়কে ভাসমান দোকানপাট ও দখল উচ্ছেদ করতে হবে। এ জন্য হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর, জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।