মাগুরায় ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার বেলনগর এলাকায় আজ মঙ্গলবার ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : এনটিভি
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত পিকআপচালক রাজিবুল হাসান রাজুর বাড়ি ফরিদপুর জেলায় বলে জানা গেছে।
রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিটুল হাসান জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংষর্ষে পিকআপচালক ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় নীল চাঁদকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই জানান, ঢাকাগামী কেমিকেলবোঝাই ওই ট্রাক নিয়ন্ত্রণ হারালে অপরদিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে বলে ধারণা করা হয়। চালক ট্রাকটি রেখে পালিয়ে গেছেন।