নওগাঁয় মুক্ত জলাশয়ে মাছ ছাড়ল পুলিশ

নওগাঁ সদর উপজেলার দীঘলি এলাকার তালতলী ঘাটে উন্মুক্ত জলাশয়ে আজ বুধবার মাছের পোনা ছাড়েন নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন। ছবি : এনটিভি
নওগাঁ সদর উপজেলার দীঘলি এলাকার তালতলী ঘাটে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছেড়েছে নওগাঁর পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং কমিটি। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ মাছের পোনা অবমুক্ত করেন পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন।
মাছ চাষে জনগণকে উৎসাহিত ও সম্পৃক্ত করতে এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে উন্মুক্ত জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় পুলিশ সুপারের নেতৃত্বে ব্যান্ড বাজিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো এলাকা প্রদক্ষিণ করে।
মাছের পোনা ছাড়ার এ কর্মসূচিতে সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম, সরকারি মৎস্য খামার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, দুবলহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান আযম, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইলিয়াস তুহিন রেজা এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী বক্তব্য দেন।