খুলনায় নদীতে মাথাবিহীন যুবকের লাশ

খুলনার রূপসা উপজেলায় মাথাবিহীন বস্তাবন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকায় আঠারোবেকি নদীর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীফলতলা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ দাস জানান, হিরো ব্রিকস ফিল্ড নামক একটি ইটভাটার ঘাটে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
কমল কৃষ্ণ দাস জানান, উদ্ধার হওয়া লাশটির শুধু ধড়টুকু পাওয়া গেছে, মাথা পাওয়া যায়নি। বাম হাত ভাঙা এবং দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। লাশে পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও গলা কেটে হত্যার পর লাশটি বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়।