সাভারে সাংবাদিকের ওপর হামলায় গ্রেপ্তার ২

সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানার ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার (২৫ মে) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তাররা হলেন-গাজীপুর জেলার কাশিমপুর থানার চক্রবর্তী গ্রামের বাসিন্দা আল মামুন ইমন (২৬) ও জামালপুর জেলার সরিষাবাড়ী থানার নরপাড়া গ্রামের বাসিন্দা শাওন আহমেদ (৩৫)।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সোহেল রানা তার ব্যবহৃত মুঠোফোনটি মেরামতের জন্য সাভার সিটি সেন্টারের পেছনে ইসলাম প্লাজার দ্বিতীয় তলায় একটি সার্ভিস সেন্টারে যান। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে আল মামুন ইমন ও শাওন আহমেদসহ ভাড়াটে সন্ত্রাসীরা মিলে তার ওপর হামলা চালায়। তারা সোহেল রানার মাথায় কাচের গ্লাস দিয়ে আঘাত করে, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার কাছে থাকা ৯ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরপর পাশের সড়কে নিয়ে গিয়ে তাকে ব্যাপক মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
পরে স্থানীয়রা আহত সাংবাদিক সোহেল রানাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করলে গ্রেপ্তার অভিযানে নামে পুলিশ। মামলার অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে।
সাভার উপজেলা সাংবাদিক সমিতির সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, আহত সোহেল রানার মাথায় সিটি স্ক্যান, বুকে এক্স-রেসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।
বিএমএসএফসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক সোহেল রানা পতিত সরকারের সময় অপ্রতিরোধ্য সংবাদ প্রকাশের কারণে একাধিকবার মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এই সময়ে এসেও তার ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। তিনি দ্রুত দোষীদের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গতকাল শনিবার বিকেলে সাভার সিটি সেন্টারের পেছনে সাংবাদিক সোহেল রানার ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।