বড় বাজেটে বড় দুর্নীতি হবে : মওদুদ

এবারের বাজেট বড় হওয়ায় দুর্নীতিও বড় ধরনের হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এই বাজেট দলীয় লোকদের লুটপাটের সুযোগ সৃষ্টি করবে বলেও জানান তিনি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে এসব কথা বলেন মওদুদ আহমদ।
বিএনপি নেতা বলেন, ‘পরোক্ষভাবে বলতে হয়, এই বাজেট দুর্নীতিকে আরো প্রশ্রয় দেওয়ার জন্য, দুর্নীতিকে আরো প্রসারিত করার জন্য। তাঁরা এসব বিষয়ে কোনো বক্তব্য বাজেটে রাখেন নাই। এই বড় বাজেটে তাই বড় দুর্নীতি অব্যাহত থাকবে।’
আজ জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগে ব্যাংক লুটপাট করেছে, শেয়ারবাজার লুটপাট করেছে, মেগা প্রজেক্টগুলো লুটপাট করেছে এবং করে যাচ্ছে। এখন তাদের চোখ পড়েছে সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের পকেটে।’
বিশাল আকারের এই বাজেটকে ফাঁপা বেলুনের সঙ্গে তুলনা করে বিএনপির নেতারা আরো বলেন, ব্যাংকিং খাতসহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি বন্ধ করতে বাজেটে কোনো দিকনির্দেশনা নেই। অনির্বাচিত সরকারের বাজেট ঘোষণার নৈতিক ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
গত ১ জুন জাতীয় সংসদে চার লাখ ১৬৬ কোটি টাকার ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।