শুঁটকি আড়তের আধিপত্য নিয়ে বিশ্বনাথে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০

সিলেটের বিশ্বনাথ উপজেলায় শুঁটকির আড়তের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ ২৫ ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈলের চরাবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধসহ আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান জানান, শুঁটকির আড়তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ও স্থানীয় কাহার মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
এর জেরে ইফতারের আগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে উল্লেখ করে ইউপি চেয়ারম্যান জানান, সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছে। তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।