টাঙ্গাইলে বাসের চাপায় ৪ জন নিহত

বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের শিবপুর-কস্টাপাড়ায় আজ শুক্রবার সকালে বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের আরো দুই আরোহী।
হাইওয়ে পুলিশের গোড়াই থানাধীন এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, টাঙ্গাইল শহর থেকে প্রান্তিক পরিবহনের একটি বাস আজ সকাল ৯টা ৪০ মিনিটে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী মারা যান। আহত হন তিনজন। তাঁদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজন মারা যান। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।