সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

সুন্দরবনে র্যাব-পুলিশের সঙ্গে ‘দস্যুদের বন্দুকযুদ্ধে’ রবিউল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, রবিউল একটি জলদস্যু বাহিনীর প্রধান।
আজ শনিবার দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার সুন্দরবন এলাকার হাড্ডা খালে এই ঘটনা ঘটে।
খুলনায় র্যাব ৬-এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন জানান, র্যাব-পুলিশের যৌথ একটি দল সুন্দরবনের হাড্ডা খাল এলাকায় পৌঁছালে জলদস্যু রবিউল বাহিনীর সদস্যরা গুলি করতে শুরু করে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা গোলাগুলির পর জলদস্যুরা পিছু হটে। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে রবিউলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। সেই সঙ্গে একটি বিদেশি একনলা বন্দুক, একটি পাইপগান ও ৫৭টি গুলি উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত রবিউলের বিরুদ্ধে আশপাশের কয়েকটি থানায় পাঁচটি মামলা রয়েছে।