কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী মহানগরীর হেতেম খাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার কিছু পরে তানহা মুকিলা খাতুন (১৭) নামের ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
তানহা এ বছর রাজশাহী সরকারি নিউ ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছে। সে বাগমারা উপজেলার দিঘলকান্দি গ্রামের মেহের আলীর মেয়ে।
পুলিশের ধারণা, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান এনটিভি অনলাইনকে জানান, তানহার রুমমেট কবিতা সন্ধ্যায় বাইরে থেকে এসে ঘরের দরজা বন্ধ পান। কবিতা অনেকক্ষণ দরজায় কড়া নাড়েন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে তিনি পুলিশকে খবর দেন।
এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানহার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।