মোংলা বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক

দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও মোংলা বন্দরে পণ্যবোঝাই ও খালাসের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার ভোর থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যাচ্ছে। বন্দরে অবস্থানরত গ্যাস, ক্লিঙ্কার (সিমেন্টের কাঁচামাল) ও জিপসামবাহী (সিমেন্টের কাঁচামাল) জাহাজের পণ্য খালাস কাজ চলছে।
এ ছাড়া বন্দর জেটি ও কনটেইনার ইয়ার্ডে পণ্যবোঝাই-খালাস কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।
এদিকে আবহাওয়া কার্যালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরো অগ্রসর হয়ে উপকূলীয় ভোলা জেলার আশপাশে অবস্থান করছে। এটি আরো অগ্রসর হয়ে স্থলভাগের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সতর্কতা হিসেবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।