ঘুমন্ত বাবা-মেয়ের ওপর ধসে পড়ল পাহাড়, নিমেষেই সব শেষ

রাতে ঘরে ঘুমিয়ে ছিল বাবা-মেয়ে আর দুই বছরের ছোট্ট মেয়ে। হঠাৎ তাঁদের টিনের ঘরের ওপর ধসে পড়ল পাহাড়। নিমেষেই সব শেষ—ঘটনাস্থলে প্রাণ হারান বাবা আর ছোট্ট মেয়েটি।
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়াপাড়ায় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ সেলিম ও তাঁর মেয়ে তিশা মণি।
হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী জানান, মোহাম্মদ সেলিম সাতঘরিয়াপাড়া পাহাড়ের পাদদেশে মাটির বাড়ি নির্মাণ করে বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছিলেন।
মঙ্গলবার রাতে মোহাম্মদ সেলিমের পরিবারের সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ভারি বর্ষণে পাহাড়ের একটি অংশ সেলিমের বাড়ির ওপর ধসে পড়ে। এতে ঘরে ঘুমিয়ে থাকা মোহাম্মদ সেলিম ও তাঁর শিশুকন্যা তিশা মণি নিহত হন। পরে স্থানীয় লোকজন মাটি সরিয়ে বাবা-মেয়ের লাশ উদ্ধার করে।