‘দুর্যোগ মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি আছে’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/06/14/photo-1497440686.jpg)
বান্দরবানে পাহাড় ধস ও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে।’
আজ বুধবার দুপুর আড়াইটায় রাঙামাটি থেকে হেলিকপ্টারে করে বান্দরবানে পৌঁছান ওবায়দুল কাদের।
পরে সড়কপথে মন্ত্রী শহরের কালাঘাটা আগাপাড়াসহ আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বান্দরবান শহর প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের সময়ও যারা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান না, তাদের চিনে রাখতে হবে। দুর্যোগে তারা কোনোদিন হাওর, উপকূলের জনগণের পাশে দাঁড়ায়নি, তারা পাহাড়ের মানুষের পাশেও দাঁড়াবে না।
সেতুমন্ত্রী আরো বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও মজুদ আছে। আওয়ামী লীগ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় ছিল, আগামীতেও থাকবে।’
এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।