দেশে জঙ্গিরা যেভাবে ধরা পড়ে, অন্য কোথাও পড়ে না : কৃষিমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/06/18/photo-1497806256.jpg)
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিরা যেভাবে ধরা পড়ে অন্য কোথাও তা পড়ে না। জঙ্গিরা হলো ইসলামের শত্রু, সভ্যতার শত্রু।’
আজ রোববার সকালে নালিতাবাড়ীর তিনটি ইউনিয়নের অস্বচ্ছল মানুষদের মধ্যে মন্ত্রী বস্ত্র বিতরণ করেন। তিনি প্রতিটি ইউনিয়নে ৩০০ অস্বচ্ছল নারীকে শাড়ি, ৩০০ পুরুষকে ট্রাউজার ও মেধাবী শিক্ষার্থীদের হাতে থ্রি পিস তুলে দেন।
মতিয়া আরো বলেন, ‘জঙ্গিরা গ্রেনেড, ককটেল, পেট্ল বোমা, এমন কী রকেট লাঞ্চার পর্যন্ত জমাচ্ছে হামলা করার জন্য। সারাদেশের মানুষ শেখ হাসিনাকে দোয়া করে বলে, এসবের কিছু ধরা পড়ছে।’
শনিবার দিনব্যাপী ও রোববার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল লোকজনের মধ্যে ঈদ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ কালে বিভিন্ন সমাবেশে এসব কথা বলেন। গত শুক্রবার থেকে কষিমন্ত্রী মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকার মানুষদের মধ্যে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করে আসছেন।
মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন কিছু লোকের মাথা খারাপ হয়ে গেছে। তারা নানা কথা বলছে।’
এসব বস্ত্র বিতরণকালে মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনিসহ উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।