খুলনায় মাদকসহ আ.লীগ নেতা আটক!

খুলনার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটু ওরফে লিটু মেম্বারকে মাদকদ্রব্যসহ আটক করার তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল রোববার মধ্যরাতে ফুলতলা বাজার থেকে লিটু মেম্বারকে গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক আক্কাস আলী জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মধ্যরাতে লিটু মেম্বারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিনশ ইয়াবা, অর্ধশত ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
আজ সোমবার লিটু মেম্বারের বিরুদ্ধে মামলা হবে। পরে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানান পরিদর্শক।
ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন জানান, লিটু মেম্বার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক।