হিযবুত সন্দেহে শিক্ষার্থীকে থানায় দিল ঢাবি কর্তৃপক্ষ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে থানায় সোপর্দ করেছে কর্তৃপক্ষ। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
আটক আবদুল মতিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এনটিভি অনলাইনকে বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ে কলাভবনে এক শিক্ষকের কক্ষে ওই ছাত্র নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা জন্য যান। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সিডি, লিফলেট ও জিহাদি বইয়ের ফটোকপিসহ হাতনাতে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম আটক করে। পরে শাহবাগ থানায় তাঁকে সোপর্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত প্রক্টর আরো বলেন, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মতিন সরাসরি জড়িত বিধায় তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে।
শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা মো. সুজন জানান, হিযবুত তাহরিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ছাত্রকে থানায় দিয়েছে। যাছাই করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।