নাশকতার মামলায় দিনাজপুরে ১৩ জন গ্রেপ্তার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় নাশকতার মামলার পলাতক ১৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, এরা সবাই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী।
জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ভোরে বিশেষ অভিযান চালিয়ে ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এঁরা হলেন উপজেলা জামায়াতের রোকন জুলফিকার (৪২), আবু তালেব (৩৮), জয়নুল রহমান (৩৫), মাইদুল ইসলাম (৩৪), শাহজালাল (৩৫), নুরুজ্জামান (৪২) এবং ছাত্রশিবিরের হযরত আলী (২৪), নুরুজ্জামান (২২), হবিবর রহমান (২৮), মাসুদ রানা (২২), আলী আকবর (২৫), ফারুক হোসেন (২৩) ও রাকিবুল হাসান (২৩)।