‘ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ভূমি কর্মকর্তা আটক’

জমির রেকর্ড সংশোধনের জন্য ঘুষ নেওয়ার সময় হাতেনাতে এক ভূমি কর্মকর্তাকে আটকের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তাঁর এক সহকারীকেও আটক করা হয়েছে।
এরা হলেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সেটেলম্যান্ট অফিসার সৈয়দ শফিকুল আলম এবং তাঁর চেইনম্যান দোস্ত মোহাম্মদ।
দুদুকের পরিচালক ড. আবুল হাসান দাবি করেন, ‘জমির রেকর্ড সংশোধনের জন্য সেটেলম্যান্ট অফিসার মোট তিন লাখ টাকা দাবি করেন। পরে ৭৫ হাজার টাকায় বিষয়টি দফ-রফা হয়। ঘুষের টাকা নিয়ে তিনি পার্টিকে আজ বুধবার দুপুরে খুলনা নিউ মার্কেটের পাশে আসতে বলেন।’
কথা মতো সেটেলম্যান্ট অফিসার ও তাঁর সহকারী আগে থেকেই সেখানে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে দুদকের দলও দুপুরে সেখানে যায়। বেলা ৩টায় টাকা লেনদেনের সময় হাতেহাতে দুজনকে ধরা হয় বলে দাবি করেন দুদক পরিচালক। তিনি আরো জানান, পরে তাদের দুদকের খুলনা কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে।