ডাকাত সন্দেহে গণপিটুনি, দুই যুবক নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলার চর গ্রামে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে এলাকাবাসী ডাকাত সন্দেহে ওই দুই ব্যক্তিকে গণপিটুনি দিলে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার চতর গ্রামের শিরমান শেখের ছেলে ফরহাদ শেখ (২৫) এবং একই গ্রামের শহীদ মেম্বারের ছেলে মিলন (২৫)। মিলন পেশায় ব্যবসায়ী। তাঁর বোয়ালমারীর কাদিরদী বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, সম্প্রতি ফরিদপুরের বিভিন্ন গ্রামে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় চতর গ্রামে নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়েছে। রাতে পাহারা চলাকালে দুই যুবক ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় পাহারাদাররা তাঁদের দুজনকে ডাকাত বলে সন্দেহ করে এবং তাঁদের কোনো কিছু বলার সুযোগ না দিয়েই গণপিটুনি দিতে থাকে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। নিহতদের স্বজনদের দাবি, তারা ওই এলাকায় বেড়াতে গিয়েছিল।
এদিকে, ফরিদপুর শহরে ডাকাত আতঙ্ক কেটে গেলেও বোয়ালমারীতে ডাকাতির আশঙ্কায় এলাকাবাসী এক সপ্তাহ ধরে পালা করে রাতে পাহারার ব্যবস্থা করেছে।