নরসুন্দা প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি

কিশোরগঞ্জে নরসুন্দা নদী পুনর্বাসন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কালীবাড়ী মোড়ে এ কর্মসূচিতে কয়েক শ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্য অংশ নেন।
‘কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চে’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে দাবি করা হয়, শতকোটি টাকার প্রকল্পের জন্য ব্যবসায়ীদের হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে। উচ্ছেদের কারণে শহরের অন্তত দুই হাজার ব্যবসায়ী পরিবার পথে বসেছে।
উপযুক্ত ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রকল্পের নামে লুটপাট ও জবরদখলেরও অভিযোগ করেন।
মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আলমগীর কবির, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম মুকুল, শাহজাহান মিয়া ও রিপন সূত্রধর।
২০১২ সালে নদীকেন্দ্রিক শহর নির্মাণে ১১০ কোটি টাকা ব্যয় ধরে জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেকের বৈঠকে অনুমোদন পায় প্রকল্পটি। প্রকল্পের নাম দেওয়া হয় ‘নরসুন্দা নদী পুনর্বাসন ও কিশোরগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্প’। ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে শুরু হয় প্রকল্প বাস্তবায়নের কাজ। প্রকল্প বাস্তবায়ন করতে ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানসহ প্রায় দুই হাজার স্থাপনা উচ্ছেদ করা হয়।