ভেলা নিয়ে খেলতে গিয়ে লাশ হলো ৩ শিশু

কক্সবাজারের সদর উপজেলায় পুকুরে ডুবে সহোদরসহ তিন শিশু নিহত হয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার ঈদগাঁও এলাকার একটি পুকুরে বাঁশ দিয়ে তৈরি ভেলা নিয়ে খেলার সময় পানিতে ডুবে শিশুরা মারা যায়।
নিহতরা হলো স্থানীয় আবদুস সামাদের ছেলে তুহিন ও আবদুল্লাহ এবং আবু তাহেরের ছেলে মুবিন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, ঈদগাঁও ইউনিয়নে ডুলাফকির মাজার সংলগ্ন মসজিদের পুকুরে একটি বাঁশের তৈরি ভেলা নিয়ে পাঁচ শিশু খেলছিল। এ সময় তুহিন, আবদুল্লাহ ও মুবিন ভেলা থেকে পানিতে পড়ে ডুবে যায়। এতে তাদের তিনজনেরই মৃত্যু হয়। পরে স্থানীয়রা সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করে।