কবুতর উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ লস্কর

পোষা প্রিয় কবুতরকে উদ্ধার করতে গিয়ে মোংলা বন্দরের পশুর নদীর লাউডোব এলাকায় নিখোঁজ হয়েছেন কার্গো জাহাজের লস্কর মো. হাসমত হাওলাদার।
গতকাল শনিবার বিকেলে হাসমতের পোষা একটি কবুতর জাহাজ থেকে উড়ে নদীতে পড়ে যায়। সেটি উদ্ধারের জন্য তিনিও নদীতে লাফ দেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি।
লস্কর হাসমতের বাড়ি মোংলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরের খণ্ড গ্রামে। তিনি এম. ভি মারুফ নামের একটি কার্গো জাহাজে কাজ করতেন।
ওই জাহাজের মাস্টার মো. মোস্তাফিজুর রহমান জানান, বন্দরের পশুর চ্যানেলের লাউডোব বয়া এলাকায় জাহাজটি বাঁধা ছিল। হাসমত হাওলাদারের কয়েকটি পোষা কবুতর ছিল জাহাজটিতে। বিকেলে একটি কবুতর জাহাজ থেকে উড়ে গিয়ে নদীতে পড়ে যায়। এ সময় হাসমত কবুতরটি উদ্ধারের জন্য নদীতে লাফিয়ে পড়েন। পরে তিনিও নিখোঁজ হন।
জাহাজের মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, হাসমতের সন্ধানে কার্গো ও আশপাশের জাহাজের লোকজন তাৎক্ষণিক তল্লাশি শুরু করে। তবে কোনো খোঁজ মেলেনি। আজ ভোর থেকে লাশের সন্ধানে পশুর নদীতে মাইকিং করা হচ্ছে।
এ বিষয়ে কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আরেফিন বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে কোস্টগার্ডের তল্লাশি অভিযান চলছে।